গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের ৬৪টি জেলায় একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশও আয়োজন করা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শনিবার দুপুরে সারা দেশের জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে এবং বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। বর্তমানে নুরুল হক নুর আইসিইউতে চিকিৎসাধীন।