নেত্রকোণার বারহাট্টা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি (সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কর্মসূচির আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বারহাট্টা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামীমা ইয়াসমিন ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান।
পুরস্কার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রাণী সরকার এবং সঞ্চালনা করেন বারহাট্টা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরমিন আক্তার। অনুষ্ঠানে বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বারহাট্টা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, এসইডিপি কর্মসূচির আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২০ জন এসএসসি ও ১০ জন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে এই মেধা পুরস্কার প্রদান করা হয়েছে।