নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে রাতের আঁধারে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ঘটনাটি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম।
বুধবার গভীর রাতে, প্রায় আড়াইটার দিকে সোনাপুর বিআরটিসি ডিপোতে থাকা ২১টি বাসের মধ্যে দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানা যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাস দুটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের বাস। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।
সুধারাম থানার ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।











