পটুয়াখালীতে এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সাকিব মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্ত সিফাত মুন্সিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন, এরপরই সাকিবকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী তার বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাওয়ার পথে সাকিব ও সিফাত তাকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায়।
বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার মেডিকেল রিপোর্ট পাওয়ার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিষয়ে নিশ্চিত করেন এবং বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, জানা গেছে, ভুক্তভোগীর বাবা গত বছর ১৯ জুলাই রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।