রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে পৃথক জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কাতলা মাছ। একটি মাছের ওজন ২৮ কেজি, অন্যটির ১৯.৫ কেজি। শনিবার (৩ মে) ভোরে পদ্মার মোহনায় জেলে জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
স্থানীয় একটি মাছের আড়তে নিলামের মাধ্যমে এই দুটি মাছ মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জানা গেছে, ২৮ কেজি ওজনের কাতলা মাছটি জেলে জামাল প্রামাণিক দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ‘চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের’ মালিক মো. চান্দু মোল্লা।
অন্যদিকে, জেলে টক্কু হলদারের জালে ধরা পড়ে ১৯.৫ কেজির কাতলা। সেটিও বিক্রি হয় রেজাউল মণ্ডলের আড়তে, প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ৩২ হাজার ১০০ টাকায়। সেটিও কিনে নেন একই ব্যবসায়ী চান্দু মোল্লা।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “আজ সকালে উন্মুক্ত নিলামে দুটি বড় কাতলা মাছ কিনেছি। এখন মাছ দুটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি।”
প্রতিদিনই এমন বড় মাছ পাওয়া না গেলেও, পদ্মা নদীর সৌন্দর্যের সঙ্গে একাকার হয়ে থাকা এই বিশাল মাছগুলো স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।