আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এক বছরের শিশুকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন গৃহকর্মী পিংকি আক্তার। বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
পিংকি জানান, এক মাস আগে পরীমনির বাসায় কাজ শুরু করেন তিনি। কাজের দায়িত্ব ছিল পরীর শিশুসন্তানকে সময়মতো খাওয়ানো ও দেখাশোনা। তবে তাঁকে দিয়ে অন্যান্য গৃহস্থালির কাজও করানো হতো।
অভিযোগে পিংকি বলেন, গত ২ এপ্রিল শিশুটি কান্না করলে খাবার দিতে যান তিনি। তখন পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে মারধর করেন। তিনি দাবি করেন, একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বাসার আরেক গৃহকর্মীর সহায়তায় তিনি ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান।
তিনি আরও বলেন, হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় একটি অভিযোগ করেন। জানিয়েছেন, পরবর্তীতে আরও আইনি ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন ও হোয়াটসঅ্যাপে সাড়া পাওয়া যায়নি।
ওসি মাজহারুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”