ফরিদপুরের এক বিবাহিত নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা আদায় করার অভিযোগে টাঙ্গাইলের মেহেদী হাসান মিলন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে তাকে টাঙ্গাইল জেলার কালিহাতি থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত অভিযুক্তের সঙ্গে ভিকটিমের সম্পর্ক একটি বছরের পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল। ভিডিও কলে কথাবার্তার সময় মেহেদী হাসান মিলন ভিকটিমের ২২ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা ভিকটিমের ইমো নাম্বারে পাঠায়। পরে তিনি ভিডিওটি পরিবারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন তারিখে বিকাশ ও নগদে মোট ৯০ হাজার টাকা হাতিয়ে নেন।
সর্বশেষ ৪ অক্টোবর অভিযুক্ত ভিডিও ডিলেট করার কথা বলে ভিকটিমের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করলে ভিকটিম দিতে অপারগতা প্রকাশ করে। এর উত্তরে মেহেদী হাসান মিলন ভিকটিমকে মোবাইলে জোরপূর্বক তালাক দেওয়ার হুমকি দেয় এবং ভিডিও ছড়িয়ে দিয়ে সংসার ভাঙার ভয় দেখায়।
ভিকটিমের স্বামী বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪ অনুযায়ী মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ-০৭ অক্টোবর ২০২৫।
এরপর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিসি-৩, র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার তেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।