নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের আওয়ামী লীগের পল্টিবাজ নেতা আবু সরকারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছে তার বাহামভূক্ত লোকজন।
গত ২২ ডিসেম্বর বিকালে (+৮৮০১৭৯৬০৯৫৮৩৫) এই ফোন নম্বর থেকে সাংবাদিক অলক কুমার দাসের মুঠোফোনে কল করে তাকে হুমকি দেওয়া হয়।
এসময় মুঠোফোনের ওই প্রান্ত থেকে বলা হয়, সাংবাদিক অলক কুমার আপনি ইস্কনের সদস্য, আরএস এর সদস্য।
আপনার নাম ঠিকানা আইএসের কাছে জমা দিবো।
আপনাকে এই দেশ ছাড়া করবো।
এরপর সাংবাদিক অলক কুমার দাস তার পরিচয় জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন, আমি তোর বাপ।
পরে বার বার তার পরিচয় জানতে চাইলে তাকে আবারো খারাপ ভাষায় গালিগালাজ করে আবু সরকারের লোকজন।
তিনি আরো বলেন, আপনি ঘারিন্দা ইউনিয়নের নামে উল্টাপাল্টা সংবাদ প্রকাশ করছেন এ জন্য আপনাকে প্রস্তাতে হবে বলেও হুমকি দেন।
গত ২১ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪ডটকম সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকা “পল্টিবাজ আবু সরকারের দাপটে অতিষ্ঠ পূর্ব টাঙ্গাইলবাসী” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
এর জের ধরে অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪ডটকমের প্রকাশক ও সম্পাদক অলক কুমার দাসকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় সাংবাদিক মহলের বিভিন্ন সংবাদকর্মীরা বলেন, এখনো এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সাংবাদিকদের হুমকি দেয় তাহলে ২৪ শের আন্দোলন বিফলে যাবে।
এখন সাংবাদিকদের স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করার জন্য স্বাধীনতা দিতে হবে।
এ সময় আবু সরকারসহ যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান সাংবাদিকরা।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি আবু সরকারসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য টাঙ্গাইলের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য এই ঘটনায় আবু সরকারকে নিয়ে আরো অন্তত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।