পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, “পান্তা-ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়। পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার নাম করে মূলত জাটকা ধরা হয়, যা সরাসরি আইনের লঙ্ঘন।” তিনি আরও জানান, এই প্রবণতা মূলত রাজধানী ঢাকাকেন্দ্রিক, সারা দেশে এমনটি দেখা যায় না।
তিনি বরং বৈশাখ উদযাপনে বাতাসা, দই, চিড়া, মিষ্টি, ছাতুর শরবত, শাকসবজি, ভাত ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।
আগামীকাল ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এ সময় জাটকা রক্ষায় জনসচেতনতা বাড়াতে নানা কার্যক্রম পরিচালনা করবে সরকার। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা।