আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পহেলা বৈশাখ শুধুই একটি উৎসব নয়, এটি জাতিগত সম্প্রীতির প্রতীক। তিনি বলেন, “এই সার্বজনীন উৎসবে আমাদের সবাইকে অংশ নিতে হবে।” একই সঙ্গে তিনি দেশবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান।
রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “অতীত থেকে উপমহাদেশের বৌদ্ধ বিহারগুলো জ্ঞান ও শিক্ষার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিক্ষু ও শিক্ষার্থীরা এখানে এসে শান্তি ও সম্প্রীতির বাণী ছড়াতেন।”
তিনি আরও বলেন, “এই দেশের বৌদ্ধ বিহারগুলো শুধু ধর্মীয় আচার নয়, বরং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও পরিচিত ছিল। আমাদের সমাজের ধর্ম, মত ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও আমরা সবাই এক পরিবারের অংশ।”
তিনি বলেন, এই বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য, যা সমুন্নত রাখতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।