পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে অতি উচ্চ সতর্কতা। এদিকে ভারত কাশ্মিরের তিনটি নদীর সব বাঁধ খুলে দিয়েছে, ফলে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
প্লাবিত এলাকায় ইতোমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় লাখেরও বেশি নাগরিক।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় পাকিস্তানের পাঞ্জাব এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরেও টানা ভারি বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে চেনাব, ঝিলামসহ একাধিক নদীর পানি। এছাড়া, অঞ্চলটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।