কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১১টি দানবাক্স ও ট্রাঙ্ক খুলে পাওয়া গেছে বিপুল পরিমাণ নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। শনিবার (১২ এপ্রিল) সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।
গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমপ্লেক্স, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, চার মাস ১২ দিন পর এই দানবাক্স খোলা হলো। এর আগে, গত বছরের ৩০ নভেম্বর খোলা দানবাক্সে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ টাকার বেশি।
প্রতি তিন-চার মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ এই মসজিদে দান করতে আসেন।