পাবনার ভাঙ্গুড়ায় দুই অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মহল্লার একটি নির্জন সড়কের মাঝখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশের তথ্য মতে, একজনের বয়স প্রায় ৬৫-৭০ বছর এবং অপরজনের বয়স ৫৫-৬০ বছর।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত দুই নারী ছিন্নমূল এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তারা গতকাল ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলস্টেশনের আশপাশে অবস্থান করছিলেন। চলাচলের সময় স্থানীয়রা তাদের সতর্ক করলেও সোমবার ভোরে চৌবাড়ীয়া নির্জন সড়কে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম জানান, “দুটি মরদেহের মাথার ওপর দিয়ে যানবাহনের চাকা যেতে পারে। এজন্য তাদের মাথার মগজ বের হয়ে রাস্তায় পড়ে আছে।”
ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।”