পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই, পাবনা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করে।
সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনার দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ জানান, অভিযুক্তদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ দিনের কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাবনা মানসিক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার অভিযোগ আসছিল। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও স্বজনদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এমনকি হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথেও জড়িত ছিল।
অভিযোগের ভিত্তিতে জেলা এনএসআই, পাবনার ২ জন সহকারী পরিচালকসহ ৮ সদস্যের একটি দল কয়েকদিন ধরে গোপনে তথ্য সংগ্রহ করে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এনএসআই টিম দালালদের অবস্থান নিশ্চিত করে এবং জেলা প্রশাসনকে জানায়। পরে জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাবনা সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এতে দুই দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়।