মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, পালিয়ে যাওয়ার মতো রাজনীতি বিএনপির কেউ করে না। পালিয়ে গেলে সম্মান পাওয়া যায় না, বরং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমেই মর্যাদা অর্জন করা সম্ভব।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, “কেউ আঘাত করলে পাল্টা আঘাত করলে তার মতোই হয়ে যাওয়া হয়। আমরা শিক্ষা নেব আমাদের নেতা তারেক রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। বেগম খালেদা জিয়া অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সেই ধৈর্যের ফলেই তিনি আজ মানুষের সম্মান ও ভালোবাসা পেয়েছেন। ধৈর্য ধরুন, দেখবেন সম্মান আপনাকেও খুঁজে নেবে।”
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন।
তিনি আরও বলেন, “সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে অশালীন ভাষায় কথা বলা হয়েছে, উপহাস করা হয়েছে। যারা এই অপমান করেছে, আজ তাদের পরিণতি জনগণের সামনে। আমরা কাউকে নিয়ে উপহাস করতে চাই না, কাউকে আঘাত করে কথা বলতে চাই না। আমরা সম্মান ও শালীনতার রাজনীতিতে বিশ্বাস করি।”
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আরিফুর রহমান।











