রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার নাজিমুদ্দিন রোডে একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আমিন উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া আরও সাতজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
রোববার দিবাগত রাত তিনটার দিকে ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। ফার্নিচারের দোকানে ঘুমিয়ে থাকা আমিন উদ্দিনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আমিন উদ্দিন যশোরের সুরমা উপজেলার উরাসি গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি ভবনের দ্বিতীয় তলায় ‘রিয়েল উট সলিউশন’ নামের একটি ফার্নিচারের দোকান দেখাশোনা করতেন।
আহতদের মধ্যে রয়েছেন—শাকিব (২২), মমতাজ (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), তালহান (৪), ইকবাল (৪৭) এবং মুশপিকা (২৫)। বর্তমানে তারা সবাই ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।