বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল হয়েছে। অ্যাডিশনাল আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার মোট ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন—
-
অ্যাডিশনাল আইজিপি: ১৮ জন (এর মধ্যে চলতি দায়িত্বে থাকা এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলকে একই পদে পদায়ন করা হয়েছে)
-
ডিআইজি: ১২ জন
-
অতিরিক্ত ডিআইজি: ৬ জন
-
এসপি: ১৬ জন
সরকার দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে ৬ কর্মকর্তাকে বদলি এবং আরও ৯ জন এসপির কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কর্মকর্তার দায়িত্ব নতুন কর্মস্থলে পরিবর্তিত হয়েছে। আবার কেউ চলতি দায়িত্ব থেকে পূর্ণ দায়িত্ব পেয়েছেন।











