রাজধানীর পূর্বাচল এলাকায় দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব আজ (বৃহস্পতিবার) অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। আগামী ৪ মে মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত আসামিদের মধ্যে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও রয়েছেন— জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউক কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তা।
গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১০ মার্চ দুদক তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন, যেখানে ১৬ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে সায়মা ওয়াজেদ পুতুল পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের প্লট বরাদ্দের নিয়ম ভেঙে, আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, অন্যদের লাভবান করার উদ্দেশ্যে একটি প্লট নিজের নামে বরাদ্দ করেন। এর ফলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি লাভবান হওয়ার অভিযোগ উঠেছে।
এখন পর্যন্ত মামলার তদন্ত প্রক্রিয়া চলছে এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে আদালত।