নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি, জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
গতকাল সোমবার দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামেন ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানান নেতারা।
এ সময় তারা বলেন, ৩০ জানুয়ারির পৌর নির্বাচনে ব্যাপক জাল ভোট, কারচুপি ও কেন্দ্র দখলের মধ্যদিয়ে বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানুকে পরাজিত করা হয়।
সে কারণে এই ভোট বাতিল করে পুনঃনির্বাচন দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ নেতাকর্মীরা। সম্পাদনা – অলক কুমার