প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জানান, আসামিরা পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ভুক্তভোগী মুজাহিদ হাসান ফাহিম ইভ্যালি থেকে একটি মোটরবাইক অর্ডার করে মূল্য পরিশোধ করেন। নির্ধারিত সময়েও পণ্য না পেয়ে টাকা ফেরত চাইলেও প্রতারণার শিকার হন তিনি। পরে ২০২৪ সালের জানুয়ারিতে মামলা দায়ের করেন।