ইসরাইল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা শুরুর পর প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজারিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে লাজারিনি বলেন, “এই যুদ্ধ শিশুদের নয়, তবু তাদের জীবন অকালে থেমে যাচ্ছে।” তিনি জানান, এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার শিশু নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাজারিনি বলেন, “গাজা এখন শিশুদের জন্য ‘অযোগ্য ভূখণ্ডে’ পরিণত হয়েছে। এটি মানবতার ওপর এক গভীর কলঙ্ক।”
এদিকে গাজায় ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। সংস্থাটিতে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার বলেন, “ফিলিস্তিনে যা হচ্ছে তা মানবতার চরম অবক্ষয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের আর নীরব থাকার সুযোগ নেই।”