নাগরপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রেকর্ড ভোটে বিজয়ী সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য বুধবার (১০ জানুয়ারি) রাতে ফোন পেয়েছেন তিনি।
আরো পড়ুন – মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসায় বিজয়ী হয়েছেন ছানোয়ার
এর আগে, এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন টেলিফোন করার বিষয়টি নিশ্চিত করেন।
নতুন মন্ত্রী/প্রতিমন্ত্রী গণ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৩৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন।
বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু।
আরো পড়ুন – টাঙ্গাইলে দলীয় অফিস দুধ দিয়ে ধুয়ে পূণঃনির্বাচিত এমপির ছবি লাগালেন আ’লীগ নেতা
তিনি টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।