চোটের কারণে বেশিরভাগ সময় থাকেন মাঠের বাইরে। গত মৌসুমে বিশাল অঙ্কের টাকা দিয়ে ব্রাজিলিয়ান পোস্টার বয়কে দলে ভিড়িয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। তার পর পেরিয়ে গেছে ১৮ মাস। গত মৌসুমে আল হিলালের হয়ে নেইমার ম্যাচ খেলেছেন মাত্র ৭টি।
২০২৪ এ আল হিলালের জার্সিতে মাত্র ২ ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার। খেলেন মোট ৪২ মিনিট। তবে এই ৪২ মিনিট খেলে কত অর্থ পেয়েছে নেইমার- তা জানলে চোখ কপালে ওঠে যাবে যে কারও। চোটের কারণে বাইরে থাকলেও ঠিকই নিজের বেতন পেয়ে গেছেন নেইমার। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটো। তাদের তথ্যানুযায়ী, ৪২ মিনিট খেলে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন ব্রাজিলের এই পোস্টার বয়।
যার মানে দাঁড়াচ্ছে, প্রতি মিনিটে খেলার জন্য নেইমার পেয়েছে প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি হিসেবে যা ৩০ কোটি টাকার ওপরে। যার মানে, আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন ব্রাজিলের এই মহাতারকা। এরকম চলতে থাকলে নেইমারের সঙ্গে যে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল তা বলাই যায়। তবে নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।