স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৫ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
এই তালিকায় টাঙ্গাইলের ২৫ রাজাকারের নাম প্রকাশ করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে প্রাপ্ত টাঙ্গাইলের ২৫ রাজাকারের নাম প্রকাশ করা হলো।
১) সুরুজ মিয়া, সৈয়দ আলী প্রধান, সাতঘরপুর, টাঙ্গাইল, ২) আব্দুল হালিম খান, আব্দুল গনি খান, পাকুটিয়া, নাগরপুর, ৩) এস এম রশিদুজ্জামান তালুকদার, এস এম ইশা তালুকদার, পটল, কালিহাতী, ৪) মাসুম ওরফে আনোয়ার হোসেন, রফিকুল হোসেন, গুড়াবাড়ি, সদর, ৫) মওলানা আব্দুস সামাদ দেওয়ান, গ্রাম – পরাইখালি, বর্ণী, বাসাইল, ৬) মৌ. (২য়) ওয়াজেদ আলী খান পন্নী, গ্রাম ও পো. – করটিয়া, টাঙ্গাইল সদর, ৭) মওলানা মো. আব্দুল হাই সালাফি (লাহোরী), হতেয়া, বাসাইল, ৮) প্রফেসর আব্দুল খালেক, পিতা – মৃত মেসের উদ্দিন, কাকুয়া, সদর। বর্তমান – বিশ্বাস বেতকা, সদর, ৯) প্রফেসর আব্দুল হাকিম, পিতা – পিতা – মৃত মেসের উদ্দিন, কাকুয়া, সদর। বর্তমান – বিশ্বাস বেতকা, সদর, ১০) ডা. শওকত আলী ভ‚ঁইয়া, বড় মেধর, ধলাপাড়া, ঘাটাইল, ১১) হাকিম হাবিবুর রহমান ওরফে হাবিবুর রহমান, পিতা- সাঈদ আব্বাস আলী, মাইজহাটি, ঘাটাইল, বর্তমান- থানা পাড়া, সদর, ১২) ফজলুর রহমান তালুকদার, পিতা- মুজাজ্জের আলী তালুকদার, কুড়ালিয়া, মধুপুর, (এমএল কাউন্সিল), ১৩) আ. খালেক, গ্রাম – আবুঙ্গী, পো. ও থানা – গোপালপুর, ১৪) জোয়াহের আলী খান, গ্রাম – বানিয়ারা, কালিহাতী, ১৫) মির্জা আমজাদ হোসেন, পুখুরিয়া, বেলতৈল, ঘাটাইল, ১৬) নজরুল ইসলাম খা, বাগুন্তা, ইউসি-দিগর, ঘাটাইল, ১৭) আবুল কাশেম, গৌরিশ্বর, ঘাটাইল, ১৮) শহিদুল্লাহ খান ইউসুফজাই, পিতা- রফিকুল হোসেন ইউসুফজাই, চারান, কালিহাতী। বর্তমান- সাবালিয়া, ১৯) আবুল মনসুর মির্জা, দিঘুলিয়া, ২০) মির্জা আব্দুল হাফিজ, কাগমারী রোড, সদর, ২১) মো. আব্দুল জব্বার মিয়া, কলেজ পাড়া, সদর, ২২) মো. আওজম খান, লাওহাটি, নাগরপুর, ২৩) আব্দুল বাছেত, ধুনাইল, ধুবুরিয়া, নাগরপুর, ২৪) ক্যাপ্টেন (ডা.) আব্দুল বাছেদ, পিতা- আইনুদ্দিন সিকদার), শাহানজানী, কালিহাতী, ২৫) আব্দুর রাজ্জাক আনসারী, পিতা – মৃত মাইজউদ্দিন আনসারী, বল্লা, কালিহাতী, টাঙ্গাইল।
এবিষয়ে কাদেরিয়া বাহিনীর একাধিক মুক্তিযোদ্ধা বলেন, ২০১১ সালে একটি তালিকা প্রকাশিত হয়েছিল। সেখানে ৭৬ জন রাজাকার কমান্ডার, রাজাকার ও পাক হানাদারের দালালের নাম প্রকাশ পেয়েছিল। সে তালিকাটিও পূর্ণাঙ্গ ছিলনা। তারা সকল রাজাকারদের নামের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানান।