সখিপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে এক দুঃখজনক সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত তরুণ আসলাম (২৪) নিহত হয়েছেন। দেশের ফিরে বিয়ের আনন্দ উপভোগ করার মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ঘটনা ঘটেছে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে মোটের পুকুর পাড় এলাকায়, যখন আসলাম মোটরসাইকেলযোগে বড়চওনা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আসলাম সখীপুর উপজেলার বেলতলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। সোমবার রাত ১২টার দিকে দেশে ফেরার পর থেকেই পুরো পরিবার শুভ বিবাহের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ দুর্ঘটনায় পরিবার গভীর শোকে মুহ্যমান।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আদিল ইফতেখার জানান, আসলাম হাসপাতাল আনার আগেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











