টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অত্র সেমিনার হলে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেডিকেল রোবোটিকস ভবিষ্যৎ স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, সহজলভ্য ও নির্ভুল করে তুলবে। বাংলাদেশ প্রেক্ষাপটে প্রযুক্তির ব্যবহার ও গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও রোবোটিক্স গবেষক প্রফেসর ড. হ্যাং মুক চো উপস্থিত ছিলেন।
কী-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান। এছাড়া মার্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খোন্দকার নজমুল আহসান বক্তৃতা দেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।
সেমিনারে বক্তারা মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অগ্রগতি, বাংলাদেশে এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষে প্রধান অতিথি কোরিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত ‘সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভ রিসার্চ’ এবং সেমিনার গ্রন্থাগারের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের হাতে বইও উপহার দেওয়া হয়।











