শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, প্রশ্নফাঁসের গুজব শিক্ষার্থীদের ওপর অবিচার সৃষ্টি করে এবং সবাইকে এই গুজব থেকে বিরত থাকতে হবে। তিনি এ কথা বলেন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে।
ড. আবরার জানান, এখন পর্যন্ত কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, অতীতে যেসব সূত্র থেকে প্রশ্নফাঁস হয়েছে, তা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আশা করছেন এতে সফলতা মিলবে।
এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, “পরীক্ষার শেষ পর্যন্ত কোনো ব্যত্যয় হবে না।” তিনি আরও জানান, দুই মাসের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
এদিন, ১০ এপ্রিল, বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেয়া হচ্ছে এবং পরীক্ষার সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এবার ৯টি শিক্ষা বোর্ডে ২ হাজার ২৯১টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে ১৮ হাজার ৮৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭২৫টি পরীক্ষা কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান রয়েছে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




