সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রম আজ (৮ মে) থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে ১০ মে পর্যন্ত। এরপর নির্ধারিত ধাপে যাচাই-বাছাই শেষে ২৩ মে-র মধ্যে চূড়ান্তভাবে শেষ হবে বদলি প্রক্রিয়া।
বুধবার (৭ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৬ মে-র নির্দেশনার ভিত্তিতে বদলির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীরা অনলাইনে সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে নির্ধারণ করতে পারবেন। তবে চাইলে একটি বিদ্যালয়ও নির্বাচন করা যাবে।
২০ মে স্বয়ংক্রিয় মনোনয়ন সম্পন্ন হবে এবং ২১ থেকে ২৩ মে পর্যন্ত মহাপরিচালকের যাচাই ও চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে বদলি কার্যক্রম শেষ হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২১৬টি উপজেলা ও থানায় ইতোমধ্যে ১০ শতাংশের বেশি শিক্ষক অন্যান্য উপজেলা থেকে বদলি হয়ে আসায় সেসব এলাকায় এই কার্যক্রম চালু হবে না। তবে বাকি ২৭১টি উপজেলা ও থানায় এই কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া জানানো হয়, যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩’ অনুযায়ী এবং কোনো বদলির আদেশ একবার জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে আবেদন গ্রহণযোগ্য হবে না।
এর আগে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা বদলি কার্যক্রম শেষ হয়েছে। আন্তঃবিভাগ কার্যক্রমের পর মহানগর ও সিটি করপোরেশন এলাকার বদলিও শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।