কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
২০২৫ সালের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত একটি পরিপত্রে জানানো হয়, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধেই এই প্রতিবাদ কর্মসূচি।
মানববন্ধনে বক্তব্য রাখেন—
-
জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম
-
সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার
-
সদস্য অধ্যাপক এম এ রহমান রানা
-
মো. আ. মান্নান
-
মো. রাজু ভূইয়া
-
মো. ইব্রাহিম খলিলসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, “কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিশুদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। আমরা এই সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি।”
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।