প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নত হলেও শিক্ষার মান তেমন বাড়ছে না—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (২২ মার্চ) ময়মনসিংহের টাউন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার বিনামূল্যে শিক্ষা, পাঠ্যবই ও উপবৃত্তি দিলেও অভিভাবকরা কেন সন্তানদের কিন্ডারগার্টেন ও মাদরাসায় পাঠাচ্ছেন, তা ভাবার বিষয়।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানসম্পন্ন হলেও শিক্ষার গুণগত উন্নয়ন প্রয়োজন। শিক্ষার্থীরা যেন মাতৃভাষায় পড়তে, লিখতে ও গণিত করতে দক্ষ হয়, সেজন্য শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে।
সভায় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।