দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দুই দশক পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়। এ সাক্ষাৎকারে তিনি সমসাময়িক রাজনীতি, দেশের পরিস্থিতি এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলেন। এছাড়া দেশে শীঘ্রই ফেরার ইঙ্গিতও দেন তিনি।
তারেক রহমান বলেন, তিনি ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেছেন। দলের দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন। তিনি জানান, স্বৈরাচার সরকারের সময়ে কোর্টের আদেশের কারণে তার কথার প্রকাশ সীমিত ছিল। তবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
সাক্ষাৎকারে নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন, সময় আসলে দ্রুত দেশে ফিরে জনগণের পাশে থাকবেন। তিনি নির্বাচনের সময় জনগণের প্রত্যাশিত অংশগ্রহণের গুরুত্বেও জোর দেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড মনে করি না। এটি বাংলাদেশের গণতান্ত্রিক জনগণের আন্দোলন। ছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সাংবাদিকসহ সকল মানুষ এতে অংশগ্রহণ করেছেন।” তিনি বলেন, আন্দোলনের সময় তিনি অনলাইনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
তারেক রহমান মনে করেন, সমাজের সব পক্ষের অবদান গুরুত্বপূর্ণ, এবং এই আন্দোলন কোনো এক রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, বরং গণতন্ত্রকামী জনগণের জয় ছিল।