নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল-১ আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল-৫ আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
বিএনপি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে টাঙ্গাইলের বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। এতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়।
এদিন দুপুরে বহিস্কৃত এই তিন প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন জেলা রিটার্নিং কর্মকতা। বহিষ্কৃতরা জানায়, নির্বাচনে তারা অংশ নিবেন। বহিষ্কারের তাদের নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না।











