চাঁদপুরের ফরিদগঞ্জে এক কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলো—পশ্চিম বড়ালী গ্রামের মো. আরাফাত হোসেন (১৭) ও কাছিয়ারা গ্রামের শিহাব হোসেন (১৭)।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, দারিদ্র্যের কারণে মাত্র ১৪ বছর বয়সী ওই কিশোরী ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজে যাচ্ছিল। পথে বাসস্ট্যান্ড থেকে অভিযুক্তরা প্রথমে তাকে একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাছিয়ারা গ্রামে নদীপাড়ের একটি বাগানে নিয়ে আবারও চেষ্টা করে। তবে কিশোরীর চিৎকার শুনে তারা পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও ধরতে অভিযান চলছে।