ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামের কৃষক ফরিদ খান (৫০) জমির কাগজপত্র নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
ফরিদ খান গত ১ মে দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড়ায় উকিলের সঙ্গে দেখা করতে রওনা দেন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি। পরদিন ২ মে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বোন নুরুন্নাহার বেগম।
পরিবার জানায়, ফরিদ খানের প্রতিবেশীদের সঙ্গে ১৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি সংক্রান্ত মামলার রায় আগামী ১৬ মে। এ বিষয়ে উকিলের সঙ্গে দেখা করতে প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে শহরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন তিনি।
পরিবার আরও জানায়, নিখোঁজের পর প্রথমে ফরিদের ফোন বন্ধ ছিল। ৩ মে রাতে ফোন খোলা পেয়ে কল করলে অপরিচিত ব্যক্তি জানান, তাকে ফেরত পেতে তিন লাখ টাকা লাগবে। পরে আবার ফোন বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ ৪ মে অপহরণকারীরা পুনরায় ফোন করে একই দাবি জানায়।
ফরিদের স্ত্রী রাহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পুলিশকে জানালেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। লোকেশন দেখছে, কিন্তু উদ্ধার করছে না। আমরা গরিব মানুষ, তাই কি আমার স্বামীকে ফিরে পাব না?”
ফরিদের ভাই মিন্টু খান বলেন, “তিন লাখ টাকা আমরা জোগাড় করেছি, কিন্তু কোথায় কিভাবে দেব, তা বলছে না। আমরা শুধু চাই, আমার ভাইকে সুস্থভাবে ফিরে পাই।”
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ওসি আসাদউজ্জামান জানান, জিডির পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফরিদ খানকে উদ্ধারের চেষ্টা করছে। দ্রুতই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।