ফরিদপুরের নগরকান্দার চর যশোরদী ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনায় ভুয়া র্যাব সদস্যদের ধাওয়া করতে গিয়ে আসল র্যাব সদস্যরাও জনতার হামলার শিকার হন। ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলা মোড় এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রথমে সন্দেহভাজনদের র্যাব পরিচয়ে একটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরিচয় দিতে না পারায় ভুয়া র্যাব সদস্যদের মারধর করে জনতা। পরে ঘটনাস্থলে পৌঁছানো আসল র্যাব সদস্যদেরও ভুলবশত ভুয়া র্যাব ভেবে আক্রমণ করা হয়।
👮 উদ্ধার ও অভিযান:
স্থানীয় নগরকান্দা থানা পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হয়ে দুই পক্ষকে উদ্ধার করেন। পরে অভিযুক্তদের নগরকান্দা থানা হয়ে ফরিদপুর ক্যাম্পে এবং সেখান থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় পাঠানো হয়।
🧑⚖️ আটক ব্যক্তিরা:
ভুয়া র্যাব সেজে ঘোরাফেরা ও ডাকাতির ঘটনায় আটক হন—
স্বপন খান (৪৫) – শরীয়তপুর
মিন্টু গাজী (৪৫) – চাঁদপুর
মো. সাইফুল ইসলাম (৩০) – গাইবান্ধা
মো. জামিল (৩২) – মাদারীপুর
দিদার (২৯) – ফরিদপুর
র্যাব-১০-এর বিবৃতিতে জানানো হয়, এই দলের বিরুদ্ধে সোনা ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতির অভিযোগ রয়েছে।
🗣 র্যাবের ব্যাখ্যা:
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান,
“ভুয়া র্যাব সদস্যদের ধাওয়া করছিল র্যাব-১০-এর একটি টিম। জনগণ সাদাপোশাকে থাকা সদস্যদের ভুয়া ভেবে ভুল করে।”
র্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন বলেন,
“জনগণ মারধর করার সময় আমরা ভুয়া র্যাবদের রক্ষা করতে গিয়ে নিজেরাও কিছুটা হামলার শিকার হই। তবে সেটি আমলযোগ্য নয়।”