বান্দরবান শহরে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন এক যুগলকে, পর্নোগ্রাফি ভিডিও নির্মাণ ও প্রচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বান্দরবান পৌরসভার রোয়াংছড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুগলের বাড়ি চট্টগ্রামে।
পরে জানা গেছে, ওই যুগল দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসে পর্নোগ্রাফি ভিডিও ধারণ, সম্পাদনা ও অনলাইনে আপলোড করতেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করছিলেন। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর তারা বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া, তারা অন্যদেরও এই কাজে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করতেন এবং বাংলাদেশে বসে পর্নোগ্রাফি ভিডিও তৈরির একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এটি বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে বান্দরবান থেকে যুগলকে গ্রেপ্তার করা হয়।
ভবনটির ম্যানেজার জানান, “চলতি মাসের ১৩ তারিখে তারা ফল ব্যবসায়ী পরিচয়ে ভবনের পাঁচতলায় রুম ভাড়া নিয়েছিলেন। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ সব নিয়ম মেনে করা হয়েছিল। তারা হেলমেট পরে বাইরে যেত, তাদের যে বড় অপরাধের সঙ্গে জড়িত তা আমরা জানতাম না। বাসায় আরো এক নারী ছিলেন।”
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, “গতকাল রাতে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।”