শেখ হাসিনার পতনের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলনের সময় (৩ আগস্ট ২০২৪), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার কাছে আটকে যান। পরে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ছাড়পত্র চেয়ে অনুরোধ করেন।
সম্প্রতি এই ঘটনার দুটি ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। একটি রেকর্ড ২২ জুলাইয়ের এবং অপরটি ৩ আগস্টের বলে দাবি করা হচ্ছে।
৩ আগস্টের অডিও রেকর্ডে তাপস শেখ হাসিনাকে বলেন— “আমি একটু সিঙ্গাপুর যেতে চাচ্ছিলাম, যাব?”
জবাবে শেখ হাসিনা বলেন, “হ্যাঁ যাও।”
তাপস জানান, জিও (Government Order) এখনো হয়নি, তাই ইমিগ্রেশনে বাধা দিচ্ছে। তখন শেখ হাসিনা জিজ্ঞেস করেন, “জিওটা সঙ্গে নিলে না কেন?” তাপস বলেন, “অ্যাপ্লাই করেছি, তবে পেতে দেরি হতে পারে।”
এরপর তাপস শেখ হাসিনাকে অনুরোধ করেন ইমিগ্রেশন কর্মকর্তাকে ফোনে বলে দিতে বা কারো মাধ্যমে ব্যবস্থা নিতে। শেখ হাসিনা উত্তর দেন, “আমি সরাসরি কথা বলব না, আমার সেক্রেটারি শাহ সালাউদ্দিনকে বললেই হবে।”
অন্য একটি রেকর্ডে শোনা যায়, তাপস শেখ হাসিনাকে বলেন—“হাসুমনি, একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসব?” তখন হাসিনা বলেন, “এসবের মধ্যে আসার দরকার নেই।”
তাপস তখন বলেন, “তাহলে কারফিউ শিথিল হলে আসি?”জবাবে শেখ হাসিনা বলেন, “আমি তখন অফিসে থাকব, ব্যবসায়ীদের ডেকেছি ২-৩টার দিকে। তখন আসতে পারো।”
এই ফোনালাপ ফাঁসের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় প্রভাব খাটানোর অভিযোগে সমালোচিত হচ্ছেন উভয় পক্ষ।