বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় সমস্যা এখন গোল করার জায়গায়—অর্থাৎ ফিনিশিংয়ে। এ ঘাটতি পূরণে একজন দক্ষ স্ট্রাইকার খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশি নয়, প্রবাসী ফুটবলারদের দিকেই বেশি নজর তাদের। ইতোমধ্যে কয়েকজনের ট্রায়ালও নেওয়া হয়েছে।
বাফুফের সদস্য ইকবাল হোসেন বলেন, “শেষ ম্যাচে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। ভালো একজন ফিনিশার থাকলে ২-৩ গোল হতেই পারত। এ জায়গায় শক্তি বাড়ানো গেলে দলের চেহারাই বদলে যাবে।”
আগামী ১০ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে ভারত, হংকং ও সিঙ্গাপুর—তিন প্রতিপক্ষই ১ পয়েন্ট নিয়ে সমতায়। ফলে চূড়ান্ত পর্বে ওঠার সমান সুযোগ আছে লাল-সবুজদেরও। এই সুযোগ হাতছাড়া করতে চায় না বাফুফে।
তাই দল ঘোষণার আগেই একজন কার্যকর ফরোয়ার্ড অন্তর্ভুক্ত করতে চায় কর্তৃপক্ষ। প্রবাসী ফুটবলারদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নেওয়ার চিন্তা করছে ফেডারেশন, যাতে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বাংলাদেশ।