ফিলিস্তিনের জনগণের ওপর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘ইসরায়েল-ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও টু-স্টেট সল্যুশন বাস্তবায়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বলেন,
“ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটি একটি ধারাবাহিক গণহত্যা।” তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন,
“বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সবসময়ই সোচ্চার এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানায়।”
গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তা গাজা পুনর্গঠনে আরব লিগের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত রয়েছে।”তিনি জাতিসংঘের ত্রাণ তৎপরতা বাধাগ্রস্ত হলে তা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের প্রেক্ষাপট: এই আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। এতে বাংলাদেশসহ বিশ্বের ১১৮টি দেশ অংশ নেয়। সম্মেলনের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় টেকসই সমাধানের পথ খোঁজা এবং ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।