ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরাইলি আগ্রাসন ও নির্যাতন বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বক্তব্যে বলেন, যারা এই আন্দোলনের নামে ভাংচুর লুটপাট করছেন তারা কখনো মুসলিম হতে পারেন না। যারা ভাংচুর করছেন তারা দেশকে অস্থিতিশীল করতে চান। আপনার আওয়ামী লীগের ধুসর।
এসময় জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।