আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও তা সময়ের সঙ্গে সমাধান হয়ে যাবে।
সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা আরও বলেন, সেনাপ্রধান নিয়মিতভাবেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। জরুরি অবস্থার খবরও শুধুই গুজব বলে উল্লেখ করেন তিনি।
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠকের বিষয়েও তিনি বলেন, এ বিষয়ে তার জানা নেই এবং এটিও গুজব।
ড. আসিফ নজরুল বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনার প্রতি আমাদের আস্থা আছে। এর আগে অনেক বিষয় নিয়ে মতবিরোধ হলেও পরে সমাধান হয়েছে। এবারও ফেব্রুয়ারির আগেই সমাধান হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, গত এক বছরে কখনো অবনতি আবার কখনো উন্নতি হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে এটি অস্বাভাবিক নয়। তবে সরকার এর আগে সংকট মোকাবিলা করেছে, ভবিষ্যতেও করবে।
এদিকে সোমবারই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।