ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলনের একাধিক কারাগারে একযোগে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে তুলনের বিভিন্ন কারাগারে হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গাড়িতে অগ্নিসংযোগ করে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফরাসি কর্মকর্তারা ধারণা করছেন, সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থানের জবাবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে ইউরোপজুড়ে দক্ষিণ আমেরিকা থেকে কোকেন পাচার বেড়ে যাওয়ায় ফ্রান্সে কঠোর ব্যবস্থা নেয়া হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক, গ্রেফতার করা হয় বেশ কয়েকজন মাদক চক্রের শীর্ষ সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এসব পদক্ষেপের প্রতিশোধ হিসেবেই হতে পারে এই সহিংস হামলা।