বচ্চন পরিবার বরাবরই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে বিগত বছরজুড়ে চলে নানা গুঞ্জন। তাদের বিচ্ছেদের জল্পনা, পারিবারিক দূরত্ব, এমনকি ঐশ্বরিয়ার একাধিক অনুষ্ঠানে অনুপস্থিত থাকা—এসব বিষয়েই চলেছে তুমুল আলোচনা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বচ্চন পরিবারের অভিভাবিকা জয়া বচ্চনের একটি পুরোনো মন্তব্য।
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিক জয়া বচ্চন ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। একাধিক সাক্ষাৎকারে তাঁর সোজাসাপ্টা উত্তর এবং খোলামেলা মতামত নেটিজেনদের আলোচনায় থেকেছে। সম্প্রতি তাঁর এক পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন—”ঐশ্বরিয়া শুধু আমার ছেলের বউ, নিজের মেয়ে নয়।”
সেই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যেমন নিজের সন্তানদের বিষয়ে কড়া, বউমা ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর? জয়ার উত্তর ছিল—”কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বউমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।”
এই মন্তব্য নিয়েই যেন আগুনে ঘি পড়েছে সামাজিক মাধ্যমে। ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন—বউমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যেও কি এত গণ্ডি থাকা উচিত?
একজন নেটিজেন লিখেছেন—”এত বছর একসঙ্গে থেকেও এই দূরত্ব! খুবই হতাশাজনক।” আরেকজন মন্তব্য করেন—”সংসার শুধু সম্পর্কের নাম নয়, সেখানে সম্মান, ভালোবাসা, অনুভব থাকা জরুরি।”
ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই এমন মন্তব্য ফের ভাইরাল হওয়ায় নেটদুনিয়ায় বচ্চন পরিবারকে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও বচ্চন পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।