বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ তিন আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা, পুলিশের লোগো, ব্যাগ, আইডি কার্ড এবং দেড় কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—জামালপুর জেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে ও স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ২০২৩ সালে চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৮), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মাকরকোলা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) এবং আলেপ সেখের ছেলে ওমর ফারুক (২৭)।
রবিবার (৬ জুলাই) দুপুরে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শাহাদত, ফারুক ও কুদ্দুস দেশের বিভিন্ন এলাকায় পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করত। তারা নিজেদের পুলিশের পরিচয় ব্যবহার করে মাদক পরিবহন করতো যাতে কেউ সন্দেহ না করে। শনিবার রাতে তারা শেরপুরের চান্দাইকোনা থেকে সিএনজি অটোরিকশায় মথারপুর বাজারের দিকে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মথারপুর বাজারের জিরো পয়েন্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ লেখা ব্যাগের ভেতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এছাড়া তাদের কাছ থেকে পুলিশ লোগো ও আইডি কার্ড পাওয়া যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানিয়েছেন, এ চক্রের অন্য সদস্যদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
এ ঘটনার মাধ্যমে পুলিশ বিভাগে দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার বিষয়ে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।