নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহৎ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে।
এছাড়াও রেকর্ড সংখ্যক পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রবিবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহণ মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে।
এতে সেতুতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা।
এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা।
এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সব্বোর্চ রেকর্ড সৃষ্টি করেছে। গতকাল টোল আদায় হয়েছিল ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে।
বিগত দুইদিনের টোল আদায়ের রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘণ্টায় সব্বোর্চ টোল আদায় হয়েছে।
আজ প্রায় তিন কোটি টাকা টোল আদায় হয়েছে।’ সম্পাদনা – অলক কুমার