বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল বসুন্ধরা কিংসের হয়ে কিউবা বংশোদ্ভূত তরুণ ফুটবলার কিউবা মিচেলের প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন। মঙ্গলবার (১২ আগস্ট) এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে কিংসের জার্সিতে তার অভিষেক হতে পারে।
১৯ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার গত মাসের শেষ দিকে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার হিসেবে King’s দলে যুক্ত হন। ১০ আগস্ট দোহায় এসে সঙ্গে সঙ্গে অনুশীলন শুরু করেন তিনি।
২৮ জুলাই বসুন্ধরা কিংস আনুষ্ঠানিকভাবে তার দলে যোগদানের ঘোষণা দেয়। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড শেষে কিউবা মিচেলের বাংলাদেশে ফিরে প্রিমিয়ার লিগে কিংসের হয়ে খেলবেন।
তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দলের সম্ভাব্য সদস্য হিসেবেও বিবেচিত হচ্ছেন।
তবে এদিন কিংসের ম্যাচ রাত ১১টায় শুরু হলেও একই দিনে ঢাকায় বিকেল ৫টায় আবাহনী লিমিটেড কিরগিজস্তানের মোরাস ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে।