পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, গত ১১ মাসে বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হলেও প্রবৃদ্ধির গতি মন্থর হয়েছে। বিশেষ করে কৃষি খাত ১০ মাসের ধারাবাহিক সম্প্রসারণের পর আগস্টে সংকোচনে নেমে এসেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রকাশিত সর্বশেষ পিএমআই প্রতিবেদনে বলা হয়, আগস্টে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর জুলাই থেকে ৩.২ পয়েন্ট কমে ৫৮.৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে দেখা যায়—
-
কৃষি খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমে ধীর গতির সম্প্রসারণ, তবে আগস্টে সামগ্রিকভাবে সংকোচন।
-
উৎপাদন খাত টানা ১২ মাস ধরে সম্প্রসারণে থাকলেও প্রবৃদ্ধির হার কম।
-
নির্মাণ খাত আবারও সংকোচনে।
-
সেবা খাত টানা ১১ মাস সম্প্রসারণে থাকলেও গতি মন্থর।
পিএমআই সূচক ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকদের জন্য অর্থনীতির বাস্তব পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে।