বাংলাদেশে রেল সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কার্যক্রম স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ ও ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’র কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এই সিদ্ধান্তের ফলে আখাউড়া-আগরতলা রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং ঢাকা-টঙ্গি-জয়দেবপুর রেললাইন সম্প্রসারণসহ তিনটি চলমান প্রকল্প এবং পাঁচটি সম্ভাব্য রুটের জরিপ বন্ধ হয়ে গেছে।
ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে নির্মাণ ও উপকরণ সরবরাহ সম্ভব নয়। এর বদলে এখন ভারত নিজ দেশের উত্তরাঞ্চলে রেল অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিচ্ছে এবং নেপাল ও ভুটানের মাধ্যমে বিকল্প সংযোগ গড়ার পরিকল্পনা করছে।
বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পগুলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে সংযুক্ত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রকল্প স্থগিত হওয়ায় বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।