যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার শুল্ক সংক্রান্ত আলোচনার প্রথম দিনেই বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা মিলেছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।
তিনি বলেন, “২৯ জুলাই নির্ধারিত এজেন্ডা অনুযায়ী ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের দফতর থেকে পাওয়া প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে, শুল্ক কমানোর বিষয়ে তারা ইতিবাচক। তবে কতটুকু কমানো হবে, তা এখনো নির্দিষ্ট নয়।”
বাণিজ্য সচিব আরও বলেন, “আগামীকালের বৈঠক শেষে হয়তো স্পষ্ট করে কিছু জানা যাবে। তবে আমরা আশাবাদী, বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।”
মার্কিন স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই আলোচনা। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্য ও শুল্ক বিষয়ক কর্মকর্তারা। আলোচনার পুরো প্রক্রিয়া সমন্বয় করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এটি একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে পোশাক ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ সহজ হলে অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।