আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৪.৯ শতাংশ।
গত অর্থবছরে জিডিপি বৃদ্ধি ছিল ৩.৮ শতাংশ। অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার ৫.৫ শতাংশ নির্ধারণ করেছিল।
আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক গড় জিডিপি বৃদ্ধি হবে ৩.২ শতাংশ। জুন মাসে আইএমএফ বাংলাদেশের জন্য ৫.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তিন মাসের ব্যবধানে পূর্বাভাস হালকা কমানো হয়েছে, তবে কারণ উল্লেখ করা হয়নি।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ।
এছাড়া, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮.৭ শতাংশ হবে বলে আইএমএফ পূর্বাভাস দিয়েছে। গত অর্থবছরে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশ।